গত দুই মাস আগেও চট্টগ্রামের ব্যবসায়ীক প্রাণ পুরুষ ছিলেন শিল্পপতি সাইফুল আলম মাসুদ।গ্রহনযোগ্যতা ছিল নিজ এলাকা থেকে সর্বমহলে।সেই এস আলম-ই নিজের মায়ের শেষ যাত্রার দেখা পাননি।সিঙ্গাপুর থেকে ভিডিওকলেই মায়ের মরদেহ দেখেই সান্ত্বনা খুঁজে নিয়েছেন দুই বছর আগে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করা বিতর্কিত শিল্পপতি সাইফুল আলম মাসুদ। মা চেমন আরা বেগমকে শেষ দেখা আর দেখতেন পারলেন না তার ছয় ছেলের কেউই।

২০ অক্টোবর(রোববার) ভোরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ৯২ বছর বয়সে শেষ নিঃস্বাস ত্যাগ করেন চেমন আরা বেগম চেমন আরার ছয় পুত্রসন্তানের মধ্যে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ চতুর্থ।

রোববার বিকেলে ঢাকা থেকে চেমন আরা বেগমের লাশ নিয়ে আসা হয় চট্টগ্রামের পটিয়ায়। আসরের নামাজের পর পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় জানাজা।

জানাজায় লোকে লোকারণ্য হলেও উপস্থিত ছিলেন না নিজ সন্তানেরা।

জানা যায়,সাইফুল আলম মাসুদ বর্তমানে অবস্থান করছেন সিঙ্গাপুরে। তার ভাই আবদুস সামাদ লাবু সপরিবারে রয়েছেন কানাডায় । বাকি পাঁচ ভাইও বর্তমানে অবস্থান করছেন সিঙ্গাপুরে।

এদিকে গত ২৫ আগস্ট এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম মাসুদ, তার ছয় ভাই ও দুই ছেলেসহ পরিবারের আরও কয়েকজন সদস্যের ব্যাংক হিসাবের সব ধরনের তথ্য তলব করে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিআইএফইউ)।

 

বার্তাবাজার/এসএম