ড.ফয়জুল হক ফাউন্ডেশন ও বাংলাদেশ ইয়ুথ ফোরাম অফ মালয়েশিয়ার উদ্দ্যোগে ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের ইসলামি কনফারেন্স অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধ্যায় মালয়েশিয়ার কুয়ালালামপুরের হোটেল জি টাওয়ারের বলরুমে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। ছারছীনা দরবার শরীফের গদ্দীনশীন পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দিন আহমাদ হোসাইন এর শুভাগমনে উপলক্ষে মরহুম পীর সাহেবের স্বরণে আলোচনা সভা ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে

ড. ফয়জুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুহাম্মদ ইব্রাহীম খলিল। উক্ত ইসলামি কনফারেন্সে মুল্যবান বক্তব্য পেশ করেন ছারছীনা দরবার শরীফের হুজুরের ছফরসঙ্গী হযরত মাওলানা বোরহান উদ্দিন সালেহী। ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার পিএইচডি গবেষক হযরত মাওলানা মেছবাহ উদ্দিন এবং হযরত মাওলানা শামসুদ্দিন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মালয়েশিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নেছার উদ্দিন।

প্রধান অতিথি ছারছীনার পীর সাহেব উপস্থিত সবাইকে বলেন, আমাদের জীবনের সব কিছু হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ইবাদত-বন্দেগী কোন পীরের জন্য নয়, ছাহাবায়ে কেরামের জন্য নয়, কোন নবীর জন্য নয়। সকল ইবাদত আমাদের রব্বুল আলআমানির জন্যই হতে হবে। আল্লাহপাকের নেক বান্দা হতেই শুধুমাত্র আমাদের সকল প্রচেষ্টা থাকতে হবে।

তিনি আরো বলেন, ছারছীনা দরবার বিদআত মুক্ত বিতর্কিত কর্মকাণ্ড ব্যতিত আদর্শ দরবার শরীফ। এখানে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরআন-সুন্নাহর সঠিক তালিম প্রদান ও মানুষকে দ্বীনের পথে পরিচালনার জন্য খেদমত করা হয়।

মাহফিলের সভাপতি মিডিয়া ব্যাক্তিত্ব, রাজনীতিবীদ ড. ফয়জুল হক বলেন, ছারছীনা দরবার ওলী তৈরির মার্কাজ। ইসলামের প্রসারে ছারছীনা দরবারের পীর সাহেবদের খেদমত অতুলনীয়। দেশে ধর্মীয় মুল্যবোধ প্রতিষ্ঠায় এ দরবার সব সময়ের জন্য কাজ করে গিয়েছেন। ইসলামী ঐক্য প্রতিষ্ঠায় মহান রব এই দরবার ও বাংলার মুসলমানকে কবুল করুন।

মাহফিলে উপস্থিত থেকে সহযোগীতা করেন নাছির উদ্দিন, আলতাফ হোসেন, নুরুল আমিন, মো. জাভেদ, মুহাম্মদ ইসমাইল, মো. হুমাউন, মো. সবুজ, মো. মিজানুর রহমান, মো. রমজান আলী, মো. জাহাঙ্গীর হাওলাদার, গোলাম কবির, আবুল হাসান মোহাম্মদ নেছারুল্লাহ প্রমূখ।

 

বার্তাবাজার/এসএম