ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা। সোমবার (২১ অক্টোবর) দুপুর থেকে এ আন্দোলন চলছে। দাবি আদায়ে সকাল থেকে পৃথক পৃথক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে জড়ো হতে থাকেন।
আরও পড়ুনঃ
আন্দোলনে উপস্থিত সাত কলেজ সংস্কার আন্দোলনকারীরা জানান, সাত কলেজ নিয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করতে দ্রুত একটি সংস্কার কমিটি গঠন, ৩০ কার্যদিবসের মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা প্রণয়ন, নিয়মিত শিক্ষার্থীদের সেশন জটিলতার কোনো ধরনের পরিবেশ তৈরি না হয়- এই তিন দফা নিয়ে আন্দোলন করছেন তারা।
বার্তাবাজার/এসএম