দেশ বাঁচানোর আহ্বানে এবার দেশের ছয় শহরে ১৫ জুলাই থেকে মেহনতি মানুষের পদযাত্রা কর্মসূচী পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চারটি অঙ্গ সংগঠন। আসছে জুলাই-আগস্টে এই কর্মসূচী পালন করবে জাতীয়তাবাদী শ্রমিক দল, মৎসজীবি দল, কৃষক দল ও তাঁতী দল।
নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচীর কথা জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নিম্নআয়ের মানুষ ক্রয়ক্ষমতা হারিয়েছে, বাণিজ্যমন্ত্রী স্বীকার করেছেন সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বাড়ানোর কথা।
রিজভী বলেন, বাজেট নিয়ে প্রধানমন্ত্রীর মিথ্যাচারে মানুষ হাসি-কান্না করছে। তিনি জনগণের সাথে রশিকতা করছেন। এক প্রশ্নের জবাবে রিজভী জানান, যেসব পুলিশ কর্মকর্তা অতিউৎসাহিত হয়ে বিএনপির কর্মসূচীতে বাঁধা দিচ্ছে-হামলা করছে, শুধু তাদের তালিকা বিভিন্ন মানবাধিকার সংগঠনে পাঠাচ্ছে বিএনপি। আগামী ১৫ জুলাই নোয়াখালীতে পদযাত্রার মাধ্যমে শুরু হবে এই কর্মসূচী। এরপর ১৯ জুলাই দিনাজপুর, রাজশাহীতে ২৮ জুলাই, ৫ আগস্ট যশোর, ১২ আগস্ট হবিগঞ্জ আর বরিশাল ১৯ আগস্ট।
বার্তাবাজার/এম আই