বন্দরনগরী চট্টগ্রাম’র বহদ্দারহাট এলাকায় ‘হোটেল গুলজার’ নামে একটি আবাসিক হোটেলর কক্ষ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে চান্দগাঁও থানা পুলিশ। এখনো শনাক্ত করা সম্ভব হয়নি ঔ নারীর পরিচয়।

২০ অক্টোবর(রোববার) আনুমানিক পৌনে ৮টার দিকে রাত হোটেলের বাথরুম থেকে ওই নারীর লাশ উদ্ধার করে চান্দগাও থানা পুলিশ।

চান্দগাঁও থানা পুলিশ জানায়, এর আগের দিন অর্থাৎ ১৯ অক্টোবর স্বামী স্ত্রী পরিচয়ে দুজন ব্যক্তি হোটেল গুলজারে ১ টি রুম ভাড়া নেন। এর পরের দিন যেকোন এক সময়ে কৌশল পালিয়ে যায় স্বামী পরিচয়কারী ঐ ব্যক্তিটি।দীর্ঘ সময় ধরে রুমে কোনরুপ সাড়া শব্দ না পেয়ে হোটেলের লোকজন পুলিশকে খবর দেন।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চান্দগাঁও থানার পুলিশের একটি টিম।রুমের ভিতরে ঢুকে দেখতে পান, বাথরুমে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই নারীর মরদেহ। তখন রুমে স্বামী পরিচয় দেওয়া ব্যক্তিকে পাওয়া যায়নি।

মূল ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ হোটেলের সিসিটিভি ফুটেজ ও বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন।

এ বিষয়ে চান্দগাঁও থানার ওসি (তদন্ত) সবেদ আলী জানান, ” নিহত ওই নারীর পরিচয় বের করতে চেষ্টা চালাচ্ছি আমরা। পরে বিস্তারিত জানাতে পারবো”।

 

বার্তাবাজার/এসএম