ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা মৎস্য কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে জেলে সম্প্রদায়ের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। রবিবার (২০ অক্টোবর) উপজেলা পরিষদ রোডে জেলে সম্প্রদায়ের ব্যানারে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা, উপজেলা মৎস্য কর্মকর্তাদের বিরুদ্ধে মাছ ধরার বৈধ জাল জব্দ, জব্দকৃত জাল গোপনে বিক্রি, জেলেদের হুমকি প্রদান, জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি অনুদান আত্মসাতের অভিযোগ আনেন।
এ সময় মৎস্য কর্মকর্তা টিপু সুলতান বিপুলের নাম উল্লেখ করে তাদের দ্রুত অপসারণ ও শাস্তির দাবি জানান।
বার্তাবাজার/এসএম