ইতালি প্রবাসী অবৈধ অভিবাসীদের আলবেনিয়ায় পাঠানো এবং আটক রাখার সিদ্ধান্তকে রোমের একটি আদালত অবৈধ ঘোষণা করেছে। ওই আদালত বাংলাদেশকে ইতালি সরকার ঘোষিত “নিরাপদ দেশ” নয় বলেও সিদ্ধান্ত জানিয়েছে। অবিলম্বে পাঠানো অভিবাসীদের ইতালিতে ফেরত আনার সিদ্ধান্ত দিয়েছে আদালত। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আফ্রিকার দেশ লিবিয়া ও তিউনিসিয়া থেকে ইতালিতে আসা অবৈধ অভিবাসীদের আলবেনিয়ায় পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ইতালি সরকার।
প্রাথমিকভাবে ১০ জন বাংলাদেশি ও ৬ জন মিশরীয় নাগরিককে পাঠানো হয়েছে দেশটিতে।এমন সিদ্ধান্তকে কেন্দ্র করে বিরুধী দলের কড়া সমালোচনার মুখে পড়েন ইতালিয়ান সরকার।পাশাপাশি আদালতের রায় ও গিয়েছে মেলোনি প্রশাসনের বিরুদ্ধে। ইতালি থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আসা অভিবাসন প্রত্যাশীদের আলবেনিয়ায় আটক রাখাকে অবৈধ বলে ঘোষণা করেছেন শুক্রবার (১৯ অক্টোবর) রোমের একটি আদালাত।
রায়ে বলা হয়, বাংলাদেশ ও মিশরকে নিরাপদে হিসেবে গণ্য করা যায় না। তাই এই অভিবাসীদের আটক রাখা পুরোপুরি অবৈধ।সেই সাথে আশ্রয় কেন্দ্রে আটকে রাখাদের ইতালিতে ফিরিয়ে আনার অধিকার আছে বলে রায়ে বলা হয়। সূত্র জানায়, আলবেনিয়ায় পাঠানোদের মধ্যে দুই জন বাংলাদেশি অপ্রাপ্ত বয়স্ক এবং দুজন অসুস্থ থাকায় তাদের ইতালিতে ফেরত আনা হচ্ছে। তবে ফ্রান্স ডেনমার্ক সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ ইতালির এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও তীব্র বিরোধিতা করেছে বেলজিয়াম।
এদিকে ইতালি সরকার সোমবার (২১ অক্টোবর) এ বিষয়ে সিদ্ধান্ত নিতে মন্ত্রিপরিষদের বৈঠক ডেকেছে।আদালতের এই রায়ের প্রতিক্রিয়ায় প্রবাসী বাংলাদেশীরা বলছেন, চরম হতাশার মধ্যে এই রায় যেন এক আলোর ঝলকানি ইতালির রোম প্রবাসী শামিম আহমেদ বার্তা বাজার কে জানান,রোমের আদালত যেই রায় দিয়েছে সেই রায়কে আমরা স্বাগত জানাই,আমাদের বাংলাদেশিরা জিবনের ঝুকি নিয়ে ইতালিতে আসে শান্তির প্রত্যাশায় আমাদের দেশের কেউ আলবেনিয়ায় যেতে চাইনা। শাহেদ শারফিন মুন্সি বার্তা বাজারকে জানায়,ইতালির প্রবাস বিরুধী মেলোনি সরকার যেই সিদ্ধান্ত নিয়েছে অভিবাসন প্রত্যাশীদের আলবেনিয়ায় পাঠানো হবে,আমরা এর তিব্র নিন্দা জানাই,পাশাপাশি রোমের আদালতের রায়কে স্বাগত জানাই।রোমের আদালত সময়ের সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।
বার্তাবাজার/এসএম