ক্রিকেটে বাংলাদেশের যাত্রা যেন রোলার কোস্টারে চড়ে। এই ভালো তো এই খারাপ। এই আশা জাগানিয়া পারফরম্যান্স তো এই পরাশক্তিদের কাতার থেকে পিছলে পড়া। সাম্প্রতিক সময়ে দুই ধরনের অভিজ্ঞতাই হয়েছে বাংলাদেশের। তবে তিক্ততা ছড়াচ্ছে সর্বশেষ ভারত সফর।
ভারতে তিনটি টি-২০ ও দুটি টেস্ট খেলে একটি ম্যাচও জিততে পারেনি টাইগাররা। হারের ধরনও ছিল দৃষ্টিকটু। প্রশ্ন উঠেছে সামর্থ্য নিয়েও। তবে বাংলাদেশ দলের নতুন প্রধান কোচ ফিল সিমন্সের মধ্যে খেলোয়াড়দের সামর্থ্য নিয়ে নেই কোনো সন্দেহ। তিনি বলেন, তাদের যথেষ্ট কোয়ালিটি আছে। পাকিস্তানের বিপক্ষে খেলা আমি দেখেছি। ভারতে টি-২০ সিরিজ ভালো যায়নি, তবে ভারত কিন্তু বিশ্বের সেরা টি-২০ দল এখন। এই এসাইনমেন্টটা আমি খুব উপভোগ করছি। আমি তরুণদের নিয়ে তিন ফরম্যাটের জন্যই কাজ করব। তাই বাংলাদেশের কোচ হওয়ার সিদ্ধান্তটা কঠিন ছিল না।
ভারত সফরের ব্যর্থতা সাম্প্রতিক হলেও, পাকিস্তানে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সাফল্যের কথা মনে করিয়ে দিয়েছেন সিমন্স। সেই সাথে আস্থা জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর প্রতিও। তরুণরা মাত্র কদিন আগেই ভালো করে দেখিয়েছে। পাকিস্তানে পাকিস্তানকে হারানো মুখের কথা নয়। উন্নতি হচ্ছে, তাদের মধ্যে ভালো করার ইচ্ছাশক্তি আছে। অধিনায়কের সাথে দল নিয়ে কথা হয়েছে। তার ভাবনাচিন্তা ও লক্ষ্য সম্পর্কে শুনেছি। যত সময় যাবে, আরও জানতে পারব পরস্পরকে।
বার্তাবাজার/এস এইচ