একে তো ঘরের মাঠে খেলা, তার ওপর মিরপুরের স্পিন কন্ডিশন। ঢাকা টেস্টে দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো টেস্টে হারানোর জন্য মরিয়া বাংলাদেশ দল। তবে টাইগারদের হেড কোচ ফিল সিমন্স শুধু এই ম্যাচ নয়, গোটা সিরিজই জয়ের ব্যাপারে আশাবাদী।
২১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের আগে শনিবার (১৯ অক্টোবর) সংবাদ সম্মেলন করেন সিমন্স। সেখানে বাংলাদেশকে ঘরের মাঠে খুব শক্তিশালী দল আখ্যায়িত করে তিনি জানান, সিরিজ জয়ের মোক্ষম সুযোগ এবার।এটা অবশ্যই ভালো সুযোগ। হোমে বাংলাদেশ খুব শক্তিশালী। তাই সিরিজ জয়ের মোক্ষম সুযোগ। তবে দক্ষিণ আফ্রিকা শক্তিশালী দল।
আশপাশের বিতর্ক-অস্থিরতা, ভারতের মাটিতে নাস্তানাবুদ হওয়া- সব কিছু ছাপিয়ে দল উজ্জীবিত জানিয়ে কোচ আরও বলেন, দল মোটিভেটেড। এখানে আমি আসার আগে থেকেই তারা প্রস্তুতি নিচ্ছে। তারা এই সিরিজে ভালো করতে খুবই ক্ষুধার্ত। ভারতে ভালো না হলেও পাকিস্তান সিরিজের সাফল্য তারা এখানেও পেতে চায়। আমি তাদের খুবই উজ্জীবিত দেখেছি।
আপাতত ঢাকা টেস্টেই সিমন্সের পূর্ণ মনোযোগ। পরের টেস্ট নিয়ে ভাবার আগে বাগিয়ে নিতে চান প্রথম ম্যাচে জয়। তিনি বলেন, লক্ষ্য হওয়া উচিৎ শুধু ম্যাচ জেতা, আমি এভাবেই কাজ করি। আমাদের প্রথম টেস্ট জিততে হবে এরপর দ্বিতীয় টেস্ট নিয়ে ভাবতে হবে। সেজন্য পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে।
বার্তাবাজার/এস এইচ