চট্টগ্রামে ক্রীড়া অনুশীলন ও ক্রীড়ার মান উন্নয়নের লক্ষ্যে যাবতীয় বিষয় পর্যবেক্ষণের উদ্দেশ্যে চট্টগ্রাম এসেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার (১৯ অক্টোবর) সকালে ক্রীড়া উপদেষ্টা জহুর আহাম্মদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম ও এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শন করেছেন।
তিনি সকাল ৯টায় বিমানবন্দর থেকে প্রথমে সরাসরি নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যান। সেখানে মাঠ, গ্যালারি, ড্রেসিং রুম সহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের চলমান প্রকল্পসমূহ দ্রুত শেষ করতে জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের নির্দেশ দেন।
পরে তিনি কাজীর দেউড়ি এম এ আজিজ স্টেডিয়ামে গিয়ে সেখানকার যাবতীয় সুযোগ সুবিধা পর্যবেক্ষণ সহ সেখানে কি কি সমস্যা রয়েছে তা নির্ধারণ করতে জাতীয় ক্রীড়া পরিষদ এবং জেলা ক্রীড়া কর্মকর্তাকে নির্দেশ দেন।
বার্তাবাজার/এস এইচ