দলীয় সিদ্ধান্ত অমান্য করে কুমিল্লার দেবীদ্বার পৌরসভার নির্বাচনে অংশ গ্রহণ করায় বিএনপির পাঁচজন স্থানীয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি। সোমবার দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পাঁচটি পৃথক চিঠিতে এই কারণ দর্শানো হয়।
নোটিশপ্রাপ্তরা হলেন, দেবীদ্বার পৌর নির্বাচনে ইস্ত্রি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. শাহজাহান মোল্লা, চামচ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী পৌর বিএনপির সদস্য শরিফুল ইসলাম সুমন। কাউন্সিলর প্রার্থী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মহসিন সরকার, কাউন্সিলর প্রার্থী ৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম ও কাউন্সিলর প্রার্থী ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রহিম।
নোটিশপ্রাপ্তদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ দর্শীয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে দেবীদ্বার পৌর নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. শাহজাহান মোল্লা জানান, কেন্দ্রীয় কমিটি থেকে এখনও কারণ দর্শানো নোটিশ হাতে পাইনি। লিখিত নোটিশ পেলে জবাব দেব।
উল্লেখ্য, প্রতিষ্ঠার ২১ বছর পর আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে কুমিল্লার দেবীদ্বার পৌরসভা নির্বাচন। এতে ৮ মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৬ জুন প্রতীক পেয়ে প্রার্থীরা প্রচারণায় নেমে পড়েছেন।