কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কে ঈদকে সামনে রেখে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের ৫ টি টিম সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকা, বাসষ্ট্যান্ড দূর্জয় মোড়, মাহমুদাবাদ সেতু, নারায়নপুর বারৈচা বাজার, মরজাল বাজার হাইওয়ে পুলিশের ৫টি টিম সার্বক্ষণিক কাজ করছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় ভৈরব-সিলেট মহাসড়ক ২০ কি.মি ও ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে ১৮ কি.মি যানজটমুক্ত ও মহাসড়ক নিরাপদ রাখতে ভৈরব হাইওয়ে পুলিশ জেলা পুলিশ, জেলা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মঙ্গলবার ভোর ৬টা থেকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। মহাসড়কের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়কে যেন যানজট সৃষ্টি না হয় ও ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য ভৈরব হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ৫টি পয়েন্টে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে।
ঈদকে ঘিরে ঢাকা-সিলেটসহ কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনায় চলাচলকারী যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। একইসঙ্গে বাসস্ট্যান্ডগুলোতে ট্রাফিক তৎপরতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে আসন্ন ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা
সকাল থেকে ট্রাফিক বিভাগ ও হাইওয়ে পুলিশের সমন্নয়ে দুর্জয় মোড় বাসস্ট্যান্ড এলাকায় যানজট যেন না হয় সেজন্য ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করছে।।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হক পিপি এম জানান ভৈরব-সিলেট মহাসড়ক দিয়ে যাতায়াত করায় সড়কে যাতে কোন প্রকার যানজট সৃষ্টি না হয় এবং ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য হাইওয়ে পুলিশের ৫টি টিম সার্বক্ষণিক মহাসড়কে কাজ করছে।সড়কে ও মহাসড়কে ঈদকে সামনে রেখে পশুবাহী ট্রাক ও কেউ যেন চাদাঁবাজি করতে না পারে এবং মানুষ যেন নির্বিঘেœ বাড়ি ফিরতে পারে ২৪ ঘন্টা আমাদের টিম কাজ করছে।
বার্তা বাজার/জে আই