ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অস্ত্র মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোস্তাফিজুর রহমান প্রকাশ বিদ্যুৎ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার সৈয়দাবাদ বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোস্তাফিজুর কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের হায়দার প্রকাশ আসাদ চৌধুরীর ছেলে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সৈয়দাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মোস্তাফিজুর রহমান । তিনি ২০১৩ সালে কসবা থানায় অস্ত্র মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামী। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এস এইচ