মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির হরিরামপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সামিউল কবিরকে অব্যাহতি দেওয়ায় মানিকগঞ্জ জেলায় প্রায় দুই ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে গ্রাহক হয়রানি, পল্লী বিদ্যুৎ সমিতি ও সরকারের আর্থিক ক্ষতি করলেন কর্মকর্তা কর্মচারীরা।

জানা যায়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) একটি লিখিত অফিস আদেশের মাধ্যমে সামিউল কবিরকে চাকরী থেকে অবসান দেওয়া হয়।অবসানের চিঠি মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে আসার পরেই সমগ্র মানিকগঞ্জে বিদ্যুৎ বিভ্রাট করে দিয়ে সামিউল কবিরকে চাকরিতে ফিরিয়ে নেওয়ার আন্দোলন করতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। পরে সেনাবাহিনীর একটি টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে বিদ্যুৎ সরবরাহ চালু করে দেন। এতে মানিকগঞ্জ জেলার ৫ লক্ষ গ্রাহক ২ ঘন্টা হয়রানির শিকার হয়।

পল্লী বিদ্যুৎ অফিসের একজন কর্মচারী বলেন, এই দুই ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখায় পল্লী বিদ্যুতের প্রায় এক কোটি টাকার বিদ্যুৎ বিক্রি বন্ধ হয়েছে। বাংলাদেশ সরকার হারিয়েছে প্রায় ১৫ লক্ষ টাকার রাজস্ব। একজন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার পাশে থাকতে গিয়ে সরকার এবং পল্লী বিদ্যুতের ক্ষতিসাধন করা হয়েছে। হয়রানি করা হয়েছে ৫ লক্ষ গ্রাহককে।

উক্ত অবসান পত্রে উল্লেখ করা হয়, জরুরি সেবা বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করা, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর নির্দেশনার প্রতি অবজ্ঞা প্রদর্শন এবং দাপ্তরিক শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে লিপ্ত থাকায় “পল্লী বিদ্যুৎ সমিতি কর্মচারী চাকুরী বিধি, ১৯৯২ (সংশোধিত, ২০১২)” এর বিধান অনুযায়ী অদ্য ১৭/১০/২০২৪ খ্রি. তারিখ (পূর্বাহ্ন) হতে জনস্বার্থে তার চাকুরী অবসান করা হলো। তিনি বিধি মোতাবেক ০৩ (তিন) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, প্রকৃত চাকুরী কালের ভিত্তিতে গ্রাচুইটি (আনুতোষিক) এবং প্রদেয় ভবিষ্য তহবিলে তাকে নিজস্ব জমাকৃত অর্থ প্রাপ্য হবেন। উক্ত চিঠিতে আরো বলা হয়েছে, এ আদেশের বিরুদ্ধে তিনি বিধি মোতাবেক বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এ আপীল দায়ের করতে পারবেন। তার দেনা-পাওনা মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি হতে নিয়মানুযায়ী সমন্বয় প্রদান করা হবে।

উল্লেখ্য, পল্লী বিদ্যুৎ সমিতি হরিরামপুর জোনাল অফিসের কর্মকতা কর্মচারীদের অনিয়ম দূর্নীতি অভিযোগ নিয়ে একাধিক গণমাধ্যমে ইতিপূর্বে সংবাদ প্রকাশীত হয়েছে। মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি হরিরামপুর জোনাল অফিসের ডিজিএম সামিউল কবিরকে একাধিকবার ফোন করলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি । এ বিষয়ে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ সুলতান নাছিমুল হকসহ কেউই কোন প্রকার বক্তব্য দিতে রাজি হয়নি।

 

 

বার্তাবাজার/এস এইচ