বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৫ জুন) রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় দেখা করতে যান তিনি। সেখানে প্রায় ২ ঘণ্টা অবস্থান করেন মহাসচিব।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, মহাসচিব মাঝে মধ্যে চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে যান। তিনি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে প্রতি সপ্তাহে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া মাঝে মধ্যে দলের বিভিন্ন বিষয়ে পরামর্শের দরকার হলে তখন সাক্ষাৎ করেন।
বার্তাবাজার/এম আই