কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে হাত-পা বাঁধা আশিক এলাহী (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সে উখিয়ার ১১ নম্বর ক্যাম্পের সি/৭ ব্লকের বাসিন্দা শহিদুল হকের ছেলে।

সোমবার (২৬ জুন) ভোরে উখিয়ার বালুখালী ১৮নং ক্যাম্পের এইচ/৫৯ ব্লক থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে হাত-পা বাঁধা এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি সকালে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

বার্তাবাজার/রাহা