মুসলমানদের অন্যতম ইবাদত পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রোববার বিকালে পবিত্র কাবা শরীফ তাওয়াফের মধ্য দিয়ে এবারের হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। আজ সোমবার (২৬ জুন) হাজীদের কাবা থেকে মিনায় নেয়া হবে।
আগামী পাঁচ দিন মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করে হজ সম্পন্ন করবেন হাজীরা। মিনাতে অবস্থানের পর, মুসল্লিরা যাবেন আরাফাতের ময়দানে। সেখানেই বয়ান করা হবে পবিত্র হজের মূল খুতবা। মুজদালিফায় রাত্রী যাপনের পর ১০ জিলহজ সকালে আবার মিনায় ফিরবেন হাজিরা।
পরে জামারায় শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপ করবেন। এদিন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করা হবে। সবশেষে কাবা শরিফকে বিদায়ী তাওয়াফের মধ্যে দিয়ে শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা।
করোনার বিধিনিষেধের কারণে গত তিন বছর বড় পরিসনে হজ আয়োজন সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে এবার লাখ লাখ মুসল্লিদের আগমনে কানায় কানায় পূর্ণ মক্কা মদিনা শহর।
এ বছর প্রায় ২০ লাখের অধিক মুসল্লি হজ পালন করছেন। যা ২০২২ সালের তুলনায় দ্বিগুণ।
হজ মৌসুমে হাজিদের যাতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় এজন্য সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় ৩২টি হাসপাতালে প্রস্তুত রেখেছে। এছাড়া রয়েছে ১৪০টি স্বাস্থ্যসেবা কেন্দ্র। স্বাস্থ্যসেবা কার্যক্রম নির্বিঘ্ন করার জন্য এখাতে ৩২ হাজার প্যারামেডিকেল কর্মী মোতায়েন করা হয়েছে।
বার্তাবাজার/এম আই