পটুয়াখালীর কুয়াকাটা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জামায়েতে ইসলাম কুয়াকাটা পৌরসভা শাখার নেতৃবৃন্দ। সোমবার (১৪ অক্টোবর) শেষ বিকেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রাধন অতিথি বক্তব্য রাখেন জামায়েতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার আমীর মাওলানা মোঃ মাঈনুল ইসলাম মান্নান,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,জামায়েতে,ইসলামী কুয়াকাটা পৌরসভার ৩ নং ওয়ার্ড সভাপতি আ: কাদির, ৫ নং ওয়ার্ড সভাপতি পল্লী চিকিৎসক আ: হালিম, শ্রমিক ফেডারেশনের মহিপুর থানা শাখা সভাপতি মারুফ হোসেন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, প্রভাসক সাইদুর রহমান সাঈদ,আনোয়ার হোসেন আনু,প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, ছাত্র জনতার গণ অভ্যূত্থানের মধ্যদিয়ে গণতন্ত্রের পুনরুদ্ধার হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানান। এসময় পৌর জামাতের আমির বলেন, আমরা ৫ আগস্টের আগে কথা বলতে পারি নাই। রাজনীতি করতে পারিনি। জেল জুলুমের শিকার হয়েছি। ৫ আগস্টের পর বাক স্বাধীনতা ফিরে পেয়েছি আমরা। সাংবাদিকরাও আমাদের কথা লিখতে পারতেন না।
তিনি আরও বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের মৌলিক অধিকার আদায়ে রাজনীতি করে। জামাতে ইসলামী সকল ধর্ম বর্নের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতার আহবান জানান। আলোচনা সভা শেষে সাংবাদিকদের মাঝে জামাতে ইসলামীর গঠনতন্ত্র সহ ইসলামীক বই বিতরণ করেন।
বার্তাবাজার/এস এইচ