বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ বিভাগ সব সময় ভালো কাজ করে, সামনে আরও ভালো কাজ করতে হবে। রোববার (২৫ জুন) বিদ্যুৎ ভবনে দপ্তরগুলোর সঙ্গে বিদ্যুৎ বিভাগের ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং আধুনিক ব্যবস্থাপনার বিষয়ে আপস করা যাবে না। চ্যালেঞ্জ থাকবেই, সেগুলো মোকাবিলা করেই সামনে এগিয়ে যেতে হবে। পেশাদারিত্বের সঙ্গে দেশপ্রেমের সংযোগ ঘটিয়ে বিভিন্ন দপ্তরের আধুনিকায়নে কাজ করতে হবে। টিম ওয়ার্ক বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখতে হবে। টিমের সদস্যদের মধ্যে স্মার্টনেস, দক্ষতা ও পেশাদারিত্বের মনোভাব সৃষ্টি করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির আকার বড় হয়েছে। জ্বালানির গুরুত্বও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিদ্যুতের সাফল্যের নেপথ্যে কাজ করে জ্বালানি। তাই, জ্বালানির সরবরাহ নিরবচ্ছিন্ন হওয়া বাঞ্ছনীয়। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সংশ্লিষ্টদের গুরুত্ব সহকারে কাজ করার প্রস্তুতি গ্রহণে সহায়তা করে। ভবিষ্যতের চাহিদা পূরণ এবং লক্ষ্য বাস্তবায়ন দ্রুত হওয়া আবশ্যক। এপিএ বাস্তবায়নে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে অবশ্যই প্রথম দিকে থাকতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নতুন নতুন গ্যাস কূপ অনুসন্ধান, ওয়ার্কওভার কূপ খনন, গ্যাস উৎপাদন, এলএনজি আমদানি, জ্বালানি তেল আমদানি, গ্যাস ও তেল সঞ্চালন পাইপলাইন নির্মাণ, আইন, বিধি ও নীতিমালা প্রণয়ন লক্ষ্যমাত্রা বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছে। ফলে এ বিভাগের কার্যক্রমের গতি প্রসারিত হয়েছে। এপিএতে লক্ষ্যমাত্রা অন্তর্ভুক্ত থাকায় দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করার কার্যক্রম ত্বরান্বিত হচ্ছে।

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের সঙ্গে বিদ্যুৎ বিভাগের ১৭টি দপ্তরের প্রধান এপিএ স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ইপিআরসির চেয়ারম্যান মো. মোকাব্বির হোসেন, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) চেয়ারম্যান মুনিরা সুলতানা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/জে আই