সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জামায়েতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া। শনিবার রাতে শহরের মৌলভীপাড়া স্মৃতি চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

জামায়েতে ইসলামের জেলা আমীর মোহাম্মদ গোলাম ফারুকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মো: আব্দুস সাত্তার, কাজী নজরুল ইসলাম, জেলা নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, জামায়েত ইসলামের জেলা শাখার সেক্রেটারি মুহা. মোবারক হোসেন, প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন প্রমুখ।

সভায় বক্তারা, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া গত জুলাই ছাত্র জনতার গণ অভ্যূত্থানে গণতন্ত্রের পুনরুদ্ধার, মানুষের মৌলিক অধিকার আদায় করতে ও বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনে জীবনদানকারী সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

মতবিনিময় সভায় জানানো হয়, আগামীকাল ১৫ই অক্টোবর সকাল ৯ টায় ঐতিহাসিক জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চ (টেংকের পার) জামায়াতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আমীরে জামাত ডা: শফীকুর রহমান। বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাও: এটিএম মাসুম এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

 

 

 

বার্তাবাজার/এস এইচ