বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যেকোনো মূল্যে জনগণকে সাথে নিয়ে আওয়ামীলীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সকল রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে আসা করছি।
শনিবার (২৪ জুন) সন্ধ্যায় মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
নাসিম আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ এগিয়ে যাচ্ছে। এ দেশকে তিনি বিশ্বের কাছে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
এসময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ জেলা-উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী প্রমুখ।
বার্তাবাজার/রাহা