কোরবানির ঈদের আগে হিলি স্থলবন্দর দিয়ে একদিনে আমদানি হলো রেকর্ড পরিমাণ পেঁয়াজ। শনিবার (২৪ জুন) ভারতীয় ৭৪টি ট্রাকে ২ হাজার ২১১ মেট্রিক টন পেঁয়াজ দেশে ঢুকেছে। কোরবানির ঈদ উপলক্ষে আগামী মঙ্গলবার থেকে বন্ধ হবে পোর্ট। অর্থাৎ আগামী সোমবার বন্দরের শেষ কর্মদিবস। পোর্ট বন্ধ হবার আগে ঈদের বাজারের চাহিদার জোগান দিতে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি করেছে আমদানিকারকরা।

বন্দরটি দিয়ে দেশে এসেছে ভারতীয় ইন্দ্রো ও নাসিক জাতের পেঁয়াজ। বন্দরে নাসিক জাতের পেঁয়াজ ট্রাক সেল বিক্রি হচ্ছে ৩৩-৩৪ টাকা কেজি দরে। অপরদিকে ইন্দ্রো জাতের পেঁয়াজ ট্রাক সেল বিক্রি হচ্ছে ৩১-৩২ টাকা কেজিতে।

গত সপ্তাহের বৃহস্পতিবার নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হয়েছে ৩২ টাকা এবং ইন্দ্রো জাতের পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০ টাকা কেজিতে। অর্থাৎ কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ২-৪ টাকা পর্যন্ত।

পেঁয়াজের পাইকার আইয়ুব আলী বলেন, আমদানি বৃদ্ধির সঙ্গে কমতে শুরু করেছিল পেঁয়াজের দাম। তবে নিম্নমুখী সেই বাজার আবারও ঊর্ধ্বমুখী। বাজারে পেঁয়াজের প্রচুর চাহিদা রয়েছে। চাহিদা অনুযায়ী আমরা পেঁয়াজ বিভিন্ন মোকামে পাঠাচ্ছি।

পেঁয়াজ আমদানিকারক কামাল হোসেন বলেন, ‘সামনে কোরবানির ঈদ। এ ঈদে পেঁয়াজের চাহিদা তুলনামূলক বৃদ্ধি পায়। তাই আমরা পর্যাপ্ত এলসি করেছিলাম। সেই অনুযায়ী প্রতিদিন পেঁয়াজ আমদানি হচ্ছে।’

আরেক আমদানিকারক মতিউর রহমান লাবু বলেন, ‘ঈদের ছুটিতে বন্দরও বন্ধ থাকবে। হাতে সময় আছে মাত্র ২দিন। ঈদের বাজারের চাহিদা মেটাতে পোর্ট বন্ধ হবার আগেই অধিকাংশ আমদানিকারক পেঁয়াজ আমদানি করেছে। তবে ভারতে বর্ষা শুরু হওয়ায় দাম কিছুটা ঊর্ধ্বমুখী।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা তাপস কুমার দেব রায় বলেন, ‘আজ রেকর্ড পরিমাণ পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। কাঁচামাল হওয়ায় দ্রুত বাজারজাত করার জন্য আমরা সব কার্যক্রম শেষে দ্রুত পেঁয়াজ ছাড় দিচ্ছি।

বার্তা বাজার/জে আই