রাজনৈতিক দলগুলোর সুষ্ঠু নির্বাচন করার আন্তরিকতার অভাব আছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী। তিনি বলেছেন, দলগুলো যখন চায় আমি ম্যানিপুলেট করবো তাহলে তা করা যায়৷ প্রথমে প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার।
শনিবার (১২ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নির্বাচন কমিশনে কেমন সংস্কার চাই’ শিরোনামে সেমিনারের আয়োজন করে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট এবং নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আলোচনায় অংশ নেন।
জোনায়েদ সাকি বলেন, তিন থেকে পাঁচটি নির্বাচন নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের অধীনে হতে হবে। মানসিকতার বদল ও আইন করার সঙ্গে সঙ্গে তা গড়ে ওঠে না। যার ফলে হয়তো আমরা একটা জায়গায় পৌঁছাব, যেখানে দলীয় সরকারে অধীনে ভোট করা সম্ভব।
নিবন্ধনের আইনকে আওয়ামী লীগ সরকার কঠোর করেছে দাবি করে তিনি বলেন, সহজ শর্তে দলের নিবন্ধন দেওয়া দরকার। গণপ্রতিনিধিত্ব আদেশ সংস্কার করা দরকার।
বার্তাবাজার/এসএম