ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যৌথবাহিনীর অভিযানে দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার নুরজাহানপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি করে চাকু, নম্বরবিহীন মোটরসাইকেল, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি বাটন মোবাইল ও নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মৃত সৃদন মিয়ার ছেলে মো. মনেক মিয়া (৫৩) ও কালা মিয়ার ছেলে মো. সুমন মিয়া। পরে আসামিদের নবীনগর থানায় হস্তান্তর করা হয়।

 

 

বার্তাবাজার/এস এইচ