ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে কমলা বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) রাতে আখাউড়ার মন্দবাগ ও শালদার মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কমলা বেগম বৃহত্তর কুমিল্লা জেলার লাকসাম উপজেলার উত্তর লাকসাম ৪নং ওয়ার্ডের খুরশিদ আলমের মেয়ে। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাতে আখাউড়া থানাধীন মন্দবাগ-শালদার মাঝামাঝি এলাকার রেললাইনে অজ্ঞাত ট্রেনের নিচে ট্রেনে কাটা পড়ে কমলা বেগম মারা যায়৷ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

ওসি আরও জানান, কমলার পরিবারের কেউ জীবিত নেই। তার বাবা স্থানীয় বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী। কমলার লাশ নেওয়ার জন্য উত্তর লাকসামের মেম্বারের সাথে যোগাযোগ করিলে লাশ নিতে অসহায়ত্ব পোষণ করেন। তারপর ব্রাহ্মণবাড়িয়ার বাতিঘরকে কমলার লাশ দাফনের দায়িত্ব দেওয়া হয়।

 

 

বার্তাবাজার/এস এইচ