পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুর্গাপূজা উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রি: বিকেলে তেঁতুলিয়া উপজেলার জামড়ীগুড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে , জামড়ীগুড়ী পুজা মন্ডবে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল তৌহিদুর রহমান (পিএসসি)।

সেক্টর কমান্ডার কর্ণেল তৌহিদুর রহমান (পিএসসি) বলেন আমরা সীমান্তবর্তী পুজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা নিবিঘ্নে উদযাপনের জন্য সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার যাবতীয় ব্যবস্থা গ্রহন করেছি । এজন্য সকলের সহযোগিতা দরকার । বিশেষ করে ভারতে অনুপ্রবেশ ঠেকানোর জন্য জিরোটলারেন্স নীতি বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহন করেছি। সবাইকে অনন্দের যাথে সার্বজনীন এই উৎসব পালনের আহব্বান জানান।

জামড়ীগুড়ী পুজা উদযাপন কমিটির সভাপতি রনি কান্ত রায়ের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আলোচনা শুরু হয়। এরপর বক্তব্য রাখেন ৩ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মাসুদ করিম সিদ্দিকী , ৪নংশালবাহান হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, পঞ্চগড় পুজা উদযাপন কমিটির সভাপতি হিরালাল বাবু , বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পঞ্চগড় ১৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে: ক: জিয়াউল হক (পিএসসি) ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজিবির সহকারী পরিচালক জামাল উদ্দিন । এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের ২ শতাধিক দর্শক, স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ, উপজেলা বিএনপির- ছাত্রদল ও যুবদলের সেচ্ছাসেবকবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।

 

 

বার্তাবাজার/এস এইচ