কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় নাম জড়িয়েছে আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন তিনি। সেই অভিযুক্ত সন্দীপ ঘোষকে সমাজের অসুর বলে মনে করছেন অনেকেই। তাই এবারের দুর্গাপূজায় তার আদলেই অসুর তৈরি করা হয়েছে। এমন ছবিই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুর স্বর্গধাম সেবক সংঘের দুর্গাপূজা অসুরের মুখ অবিকল আরজি করের অভিযুক্তের মতো। মৃৎশিল্পী অসীম পাল সেই মূর্তি বানিয়েছেন।
যদিও পূজা কমিটির পক্ষ থেকে এমন দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষ কিন্তু অসুরের মুখে সন্দীপ ঘোষের প্রতিচ্ছবিই দেখছেন। এক দর্শনার্থী বলেন, এখানে যেমন পশুর বধ হচ্ছে সেই রকমই ছবি আমরা দেখতে চাই। তিলোত্তমার দোষীরা সাজা পাবে।
এদিকে, পূজা উদ্যোক্তা বলেন, ‘এবার আমাদের ৭৮তম বর্ষ। প্রতিমা বিভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে। প্রতি বছর মা দুর্গার আলাদা-আলাদা ধরনের অসুর তৈরির চেষ্টা করি। তবে সন্দীপ ঘোষকে অসুর বানাবো এই ধরনের চিন্তা-ভাবনা আমরা করিনি। নারীদের সম্মানহানি হচ্ছে এটা আলাদা ব্যাপার। কিন্তু প্রতিমার মধ্যে এমন চিন্তা আমরা করিনি।
বার্তাবাজার/এসএম