ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজার সরকার ঘোষিত ছুটিতেও কিন্ডারগার্টেনে শ্রেণী কার্যক্রম চলছে। পৌর শহরের ভাদুঘরে অবস্থিত প্রফেসী কিন্ডারগার্টেনের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে। ৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবর দুর্গাপূজা, লক্ষ্মীপূজা, প্রবারণা পূর্ণিমা, এবং ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে ছুটি থাকলেও কিন্ডারগার্টেনটি শিক্ষার্থীদের স্কুলে আসতে বাধ্য করছে।
জানা গেছে, আজ বুধবার মহাষষ্ঠী উদযাপনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা শুরু উপলক্ষে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও কিন্ডারগার্টেনটি শ্রেণী কার্যক্রম পরিচালনা করেছে। এতে কোমলমতি শিক্ষার্থীরা পূজার ছুটি এবং সর্বজনীন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। এবিষয়ে প্রফেসী কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল আবু আছেম আল আরিফ মোল্লার বক্তব্য জানতে গেলে তিনি অফিস কক্ষ তালা দিয়ে কথা না বলেই চলে যান এবং ভবনের দোতলা থেকে গণমাধ্যম কর্মীদের ভিডিও করতে থাকেন। পরবর্তীতে বার বার কল দিলেও কল কেটে দেন। এমতাবস্থায় শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার ছুটি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন নাগরিক সমাজ।
তারা বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব নয়, বরং এখন তা সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে যে কারণে সরকার দূর্গাপূজা উপলক্ষে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দিয়েছে। তারা এই ছুটি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহমুদা আক্তার বলেন, সরকার ঘোষিত ছুটির মধ্যে কোন শিক্ষা প্রতিষ্ঠান যাতে খোলা না থাকে খোঁজ খবর নিয়ে সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
বার্তাবাজার/এস এইচ