পাবনা সদর উপজেলার আরিফপুরে মাদক ব্যবসায়ীকে বাধা দেওয়ায় রবিউল ইসলাম নামে একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৩ জুন) সাড়ে ৮টার দিকে উপজেলার আরিফপুর মধ্যেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জখম হওয়া ওই ব্যক্তির নাম রবিউল ইসলাম (৩০) সে আরিফপুর পশ্চিমপাড়া মৃত আব্দুল্লা’র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে আরিফপুর ঢালাইওয়াকসপ মধ্যেপাড়া মধ্যে দিয়ে নদীর ঐ পারে বলবামপুরে যাওয়ার রোর্ডের এক মাদক ব্যবসায়ীকে নিষেধ করে রবিউল ইসলাম। সেখানে ঐ মাদক ব্যবসায়ীর সাথে কথা কাটাকাটি হয়। এরই জেরে আজ সকাল সাড়ে ৮টার দিকে এলাকার চিহিৃত বিশিষ্ট মাদকব্যবসায়ী রবি মেম্বার নেতৃত্বে ও আকরাম, রাজু, মিজান, ফারুক, গোলাপ, কালিবাপ্পি এবং সোহেল ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রবিউলকে এলোপাতারি কুপিয়ে জখম করে।
স্থানীয়রা ঘটনায়স্থল থেকে রবিউলকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করলে তার অবস্থা অবনতি হলে কর্তবরত ডাক্তার উন্নত চিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার করে।
সদর থানার ( ভারপ্রাপ্তা ) কর্মকর্তা কৃপা সিন্ধু বালা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শ করেছে। এখনো কোন লিখিতো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
বার্তাবাজার/রাহা