ফরিদপুরের আলফাডাঙ্গায় জিয়া সাইবার ফোর্সের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আনন্দ মিছিল করেছেন। সোমবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ আনন্দ মিছিল বের করেন তারা। পরে মিছিলটি সদর বাজারের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, জিয়া সাইবার ফোর্সের উপজেলা শাখার আহবায়ক রাকিবুল ইসলাম, পৌর শাখার আহবায়ক সাদি হাসান, উপজেলা শাখার সদস্য সচিব সাকিব রায়হান অপু, পৌর শাখার সদস্য সচিব ফয়সাল মাহমুদ তমাল, উপজেলা শাখার যুগ্ম আহবায়ক শাকিল মাহমুদ ও পৌর শাখার যুগ্ম আহবায়ক মো. আলাউদ্দিন মোল্যা প্রমুখ।

প্রসঙ্গত, গত ১ অক্টোবর জিয়া সাইবার ফোর্সের জেলা শাখার আহবায়ক আহমেদ মেহেদী হাসান রাজু ও সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আলফাডাঙ্গা উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা দেন। একই দিন অপর একটি বিজ্ঞপ্তিতে জিয়া সাইবার ফোর্সের আলফাডাঙ্গা পৌর শাখার ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেন তারা।

 

 

বার্তাবাজার/এস এইচ