দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রস্তুতিমূলক সভা করেছেন যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ।
শুক্রবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যুবলীগের নেতাকর্মীদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
শনিবার পটুয়াখালী জেলা শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় যুবলীগের সিদ্ধান্ত অনুযায়ী সভাটি করা হয়। এতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সভায় প্রধান অতিথির বক্ততায় যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ বলেন, ‘দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাই পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে নেত্রী যাকে মনোনয়ন দিবেন, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করবো। তাকে বিজয়ী করে আওয়ামী লীগকে শক্তিশালী করবো।
উপজেলা যুবলীগের সভাপতি হুমায়ুন কবির তালুকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রিয়াজ হাওলাদারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মাকসুদুর রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শিমুল ও উপজেলা ভাইস চেয়ারম্যান খালিদ বিন ওয়ালিদ তালুকদার প্রমুখ।
এদিকে, সভার আগে বেলা সাড়ে ১০ টায় উপজেলা সদরে জামায়াত-বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল করে যুবলীগ।
বার্তাবাজার/রাহা