কক্সবাজারের টেকনাফ অভিযান চালিয়ে অপহরণকারীদের হাত থেকে মোহাম্মদ হামিম (১৫) নামের এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। সে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ব্লক-ই, সাইড নং-১ এর নুরুল আমিনের ছেলে। এই ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন – উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া করাচিপাড়ার হাসান আলীর ছেলে পারভেজ মোশারফ (১৯) ও সদর ইউনিয়নের উত্তর লম্বরির মনির আহমেদ ছেলে নুরুল আফছার (১৯)। এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং (নং-১৮/৫৪০-২০২৪ইং)। ৬ অক্টোবর (রোববার) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিন লম্বরী সাইফুলের বাড়ি থেকে ভিকটিম সহ তাদের আটক করা হয়। তবে অভিযুক্ত ফয়সাল পালিয়ে যায় বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দীন।

তিনি জানান, গত ৪ অক্টোবর শুক্রবার ভিকটিম মোহাম্মদ হামিম দুপুর ১টার সময় জুম্মা নামাজ পড়তে গেলে মোহাম্মদ সেলিম নামের এক যুবক তাকে ফুসলিয়ে উখিয়া থেকে টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ বেড়াতে নিয়ে যায়। পরেরদিন রাত ১১ টাকার সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি ভিকটিমের মায়ের মোবাইল ফোনে হামিমকে অপহরণ করা হয়েছে বলে নিশ্চিত করে ৭০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে।

ভিকটিমের মা টেকনাফ মডেল থানাকে বিষয়টি অবগত করন। পুলিশ বিষয়টি আমলে নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিমকে উদ্ধারে অভিযানকালে পালানোর সময় পারভেজ মোশারফ ও নুরুল আফছারকে আটক করে ভিকটিম হামিমকে উদ্ধার করে।আইনীপ্রক্রিয়া শেষে ধৃতদের আদালতে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।

 

 

বার্তাবাজার/এস এইচ