শারদীয় দুর্গা উৎসব নিরাপদ ও আনন্দঘন করতে করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসক ফৌজিয়া খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বিপিএম, সেনাক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিফাত, অতিরিক্ত পুলিশ সুপার (করিমগঞ্জ সার্কেল) এনামুল হক, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ দত্ত প্রদীপ,করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাব উদ্দিন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল সিকদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন পাভেল, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন খান পল্টু, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা আবুল কাশেম, সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণতোষ সরকার টিংকু, সাধারন সম্পাদক অপু সেন, উপজেলা যুবদলের আহ্বায়ক এ্যাড. মোশাররফ হোসেন, সদস্য সচিব শিহাব উদ্দিন হানিফ ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন মাহফুজ।

জেলা প্রশাসক ফৌজিয়া খান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে, নিরাপদ ও উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য দিক নির্দেশনা প্রদান করেন। তিনি যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের প্রস্তুতির কথা জানান। পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বিপিএম তার বক্তব্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পুলিশের নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। তিনি পূজা মণ্ডপের নিরাপত্তা বিধানে সিসিটিভি স্থাপন নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি নিচ্ছিদ্র নিরাপত্তা বিধানে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ একজোট হয়ে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

সভা শেষে তারা করিমগঞ্জ পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এবার জেলায় ১৩ টি উপজেলায় মোট ৩৬৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে বলে জানা যায়।

 

 

বার্তাবাজার/এস এইচ