কিশোরগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বিক্ষোভ সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা।শনিবার (০৫অক্টোবর) বিকালে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুর রহমান রুমীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত জুলাই-আগস্ট হত্যাকান্ডের বিচার, আহত- নিহতদের ক্ষতিপূরন দাবী,দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহন,সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট,মাজার মন্দিরে হামলা,আশুলিয়ায় শ্রমিক হত্যা,গাজা লেবাননে জায়নবাদী গণহত্যার প্রতিবাদে, সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন,গ্রাম শহরে রেশনিং ব্যবস্থা চালু ও বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে জনআকাংখার প্রতিফলন ঘটানোর দাবি তে জেলা সিপিবির কার্যালয় থেকে বৈরী আবহাওয়ার মধ্যেই লাল পতাকার মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মিছিলটি একইস্থানে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড রন্জিত কুমার সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সভাপতি কমরেড সৈয়দ নজরুল ইসলাম,কমরেড ডাঃ এনামুল হক ইদ্রিছ,সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সেলিম উদ্দিন খান,কমরেড আবুল হাশেম, জেলা কমিটির সদস্য কমরেড মোস্তফা কামাল নান্দু, এ্যাড. হাসান ইমাম রন্জু, কমরেড জালাল উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমরেড মাহতাব উদ্দিন, ছড়াকার শাহজাহান কবীর, কমরেড লিয়াকত আলী ভূইয়া,কমরেড রফিক ভূইয়া, আলী আকবর রাজ্জাকী কামরুল ও জজমিয়া।
এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য শ্রমিক নেতা সিরাজুল ইসলাম ছাত্তার, প্রবীন ক্ষেতমজুর নেতা নূরুল হুদা দুলাল, মুর্শেদ খান নতুন, সাংস্কৃতিক নেতা শাখাওয়াত হোসেন খান, নীলগঞ্জের প্রবীণনেতা কমরেড আবদুর রহমান,অর্জুন চক্রবর্তী প্রমুখ।
বার্তাবাজার/এস এইচ