যুক্তরাষ্ট্র তার স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও ক্ষেত্রসমূহে যুক্ত হতে ও পদক্ষেপ নিতে দ্বিধা করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। বুধবার (২১ জুন) নিয়মিত ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

বেদান্ত প্যাটেল বলেন, ভারত আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। একটি উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক এলাকা বজায় রাখতে ভারতীয় অংশীদারদের সঙ্গে যুক্তরাষ্ট্র সহযোগিতারভিত্তিতে কাজ করে। আমরা যৌথভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকবিলা করছি। বিশ্ব ও ইন্দোপ্যাসিফিক অঞ্চলের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আমরা ভারতীয় অংশীদারদের সঙ্গে কাজ করছি। এর মধ্যে দক্ষিণ এশিয়াও অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি বলেন, আমরা সম্মিলিতভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করি এবং উন্মুক্ত, সমৃদ্ধ, নিরাপদ, স্থিতিশীল ও অভিঘাত সহনশীল বিশ্ব ও ইন্দো-প্যাসিফিক অঞ্চল (দক্ষিণ-পূর্ব এশিয়াসহ) প্রতিষ্ঠায় কার্যক্রম অব্যাহত রাখার জন্য আমাদের ভারতীয় অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চাই আমরা।

অন্য এক প্রশ্নের জবাবে প্যাটেল বলেন, ২১ শতকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কগুলোর মধ্যে মার্কিন-ভারত অংশীদারত্ব অনত্যম। ভারতের সঙ্গে সম্পর্ক ক্রমেই গভীর হচ্ছে। গত কয়েক বছর ধরে সম্পর্ক জোরদারের পর দুই দেশের মধ্যে অংশীদারত্ব অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো অবস্থানে রয়েছে।

বার্তা বাজার/জে আই