প্রথম রাষ্ট্রীয় সফরে ভারতে যাচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। রোববার (৬ অক্টোবর) থেকে তার এই সফর শুরু হবে। পাঁচদিনের সফর শেষ করে বৃহস্পতিবার (১০ অক্টোবর) দেশে ফিরবেন তিনি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এনডিটিভি।

মালদ্বীপের ক্ষমতায় আসার পর এটাই হবে মুইজ্জুর প্রথম দ্বিপাক্ষিক সফর। এর আগে চলতি বছরের জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতে গিয়েছিলেন তিনি।

রাষ্ট্রীয় সফরে মুইজ্জু ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন এবং প্রধানমন্ত্রী মোদির সাথে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও পারস্পরিক স্বার্থের আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন। এছাড়া তিনি মুম্বাই এবং বেঙ্গালুরুও যাবেন যেখানে তিনি ব্যবসায়িক অনুষ্ঠানে যোগ দেবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এস জয়শঙ্কর এক বিবৃতিতে বলেন, পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক মালদ্বীপ সফরের পর প্রেসিডেন্ট মুইজ্জুর ভারত সফর মালদ্বীপের সঙ্গে সম্পর্কের গুরুত্বের সাক্ষ্য দেয়। আশা করা হচ্ছে এই সফর দুদেশের জনগণের মধ্যে সহযোগিতা এবং সম্পর্ক শক্তিশালী হবে।

গত আগস্ট মাসে মালদ্বীপ সফরে গিয়েছিলেন এস জয়শঙ্কর। গত বছরের নভেম্বরে মালদ্বীপের চীনপন্থি প্রেসিডেন্ট মুইজ্জু ক্ষমতা গ্রহণ করার পর সেবারই প্রথম দিল্লি থেকে উচ্চ-পদস্থ কেউ দেশটি সফরে যান।

চলতি বছরের জানুয়ারী মাসে মালদ্বীপের ক্রীড়া, স্বাস্থ্য ও বিনোদন মন্ত্রণালয়ের তিনজন উপমন্ত্রী মালশা শরীফ, মরিয়ম শিউনা ও আবদুল্লাহ মাহজুম মজিদ ভারতীয় প্রধানমন্ত্রীকে ‘অবমাননাকর’ মন্তব্য করার পর দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

 

বার্তাবাজার/এসএম