নেত্রকোনার কেন্দুয়ায় টিসিবির পণ্যসহ সেনাবাহিনীর হাতে আটক হওয়া পাইকুড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল হাসেম ভূঁইয়াকে দল থেকে বহিস্কার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে কেন্দুয়া উপজেলা বিএনপির সভার সিদ্ধান্তে তাকে বহিস্কার করা হয়।

আজ শনিবার বিএনপি নেতা আবুল হাসেম ভূঁইয়াকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন।

জয়নাল আবেদীন বলেন, পাইকুড়া ইউনিয়ন সভাপতি আবুল হাসেম ভূঁইয়া অনৈতিক ও দলের নীতি পরিপন্থী কাজের সঙ্গে যুক্ত হওয়ায় তাকে বহিস্কার করা হয়েছে। বিএনপি কোনো অন্যায়কে সমর্থন করে না। দলের যে কেউ অন্যায় করলে তার বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো রকম ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সেনাবাহিনীর যৌথ অভিযানে উপজেলার পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাড়ি থেকে অবৈধভাবে রাখা টিসিবির ৭২ লিটার তেল, ৭০ কেজি মসুর ডাল এবং ১৮০ কেজি চাল উদ্ধার করা হয়। এ সময় আবুল হাসেমকে আটক করে সেনাবাহিনী। পরে কেন্দুয়া থানায় হস্তান্তর করলে পুলিশ বাদী হয়ে মামলা করে আদালতে পাঠানো হয়।

নেত্রকোনাকেন্দুয়াটিসিবি পণ্যবিএনপি নেতাসেনাবাহিনীবহিস্কার

 

বার্তাবাজার/এসএম