হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শনিবার (৫ অক্টোবর) বিকেলে জেলা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

এর আগে, আজ শনিবার বিকেলে তাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তার ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল শুক্রবার রাতে নওগাঁ সদর উপজেলার দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। তার বিরুদ্ধে শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আনজুম হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

তাছাড়া তার বিরুদ্ধে জমি দখলের একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

 

 

বার্তাবাজার/এস এইচ