নওগাঁর ধামইরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি ধামইরহাটের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো.আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মো.আব্দুস সোবহান, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.গোলাম রব্বানী, প্রধান শিক্ষক মো.মুকুল হোসেন, সিনিয়র প্রভাষক এসসি আলবার্ট সরেন, সহকারি শিক্ষক মো.মোস্তাফিজুর রহমান তোতা প্রমুখ।

 

 

 

বার্তাবাজার/এস এইচ