কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অপহরণ ও ডাকাত চক্রের সক্রিয় সদস্য আলাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার আব্দুল মাবুদের ছেলে।
শনিবার (৪ অক্টোবর) হ্নীলা রঙ্গীখালী এলাকা হতে আতিকুর রহমান (২১) কে অপহরণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, গত ২৫ সেপ্টেম্বর ১০ টা নাগাদ হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া এলাকার আবদু সালামের ছেলে মোহাম্মদ আতিকুর রহমান (২১) একই ইউনিয়নের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প হতে অপহরণের শিকার হয়। পরের দিন সন্ধ্যায় অজ্ঞাতনামা ব্যক্তিরা তাদের ব্যবহৃত মোবাইল নম্বর হতে হতে ভিকটিমের পরিবারের নিকট ৫০ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে।মুক্তিপণের টাকা না দিলে ভিকটিমকে হত্যার হুমকি দেয়।
এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। (যার মামলা নং-৬৪/৫১৭-২০২৪ইং)। পরে অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপহরণ চক্রের সক্রিয় সদস্য আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীকে আইনী প্রক্রিয়া শেষে আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
বার্তাবাজার/এস এইচ