চট্টগ্রামে হত্যা ও ধর্ষণসহ চার মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি দিদারুল ইসলাম ওরফে দিদারকে গ্রেফতার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে জানান র্যাব-৭ এ-র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ নুরুল আবছার।
তিনি জানান, ২০১৪ সালের ১৬ নভেম্বর রাঙ্গুনিয়ার ইসলামপুর গলাচিপা এলাকায় মাহবুব নামের এক ব্যক্তিকে অপহরণ অতঃপর হত্যা মামলার আসামি ছিলেন দিদারুল ইসলাম ওরফে দিদার। দিদার রাঙ্গুনিয়া থানার মোহাম্মদপুর এলাকার মোঃ আবদুর রহমানের ছেলে। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘ নয় বছর পর গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাঙ্গুনিয়ার মোহাম্মদপুর এলাকা থেকে দিদারকে গ্রেফতার করে র্যাব-৭।
তিনি আরও বলেন, গ্রেফতার দিদারের বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি ধর্ষণ মামলা এবং রাঙ্গুনিয়া থানায় হত্যাচেষ্টার অভিযোগে আরেক মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়েছে।
বার্তাবাজার/এম আই