সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নবম গ্রেড ও সহকারী শিক্ষকদের দশম গ্রেড এর দাবিতে ভেদরগঞ্জে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। আজ বিকেলে উপজেলা পরিষদের সামনে শরীয়তপুর চাঁদপুর মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকেরা এ মানববন্ধনে অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকেরা।
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব রাখেন.বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল হক (সুজল), ভেদরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সহসভাপতি মোঃ সালাহ উদ্দীন, সখিপুর থানা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিয়া, ৭৩নং কোড়ালতলী মৃধাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রিয় কমিটির সিনিয়র যুগ্নসম্পাদক কাজি নিলিম হোসেন, ভেদরগঞ্জ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি সহকারী শিক্ষক আপেল মাহমুদ, সাধারণ সম্পাদক আফতাবুল করিম মেনন, ভেদরগঞ্জ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ভেদরগঞ্জ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মোর্শেদ, খাস গাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনসুর রহমান, ১০৩ নং দক্ষিণ লাকার্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিমুল আক্তার, সহকারী শিক্ষক রাবেয়া আফরোজ প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত শিক্ষকেরা সহকারী শিক্ষকদের জীবনমান উন্নত ও মর্যাদা সম্পন্ন করতে প্রধান শিক্ষকদের নবম গ্রেড এবং সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নে বিভিন্ন ধরনের যুক্তি তুলে ধরেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে উক্ত দাবী বাস্তবায়নের জোর দাবি জানান।
বার্তাবাজার/এস এইচ