কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে ধাক্কায় ৬০ বছরের অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের পরিচয় সনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন চকরিয়া স্টেশন মাস্টার ফরহাদ বিন জাফর চৌধুরী।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ২টা নাগাদ চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে তিনি জানান, দুপুর ২টার দিকে রেল লাইন ধরে হাঁটছিলেন এক বৃদ্ধ। এসময় কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় লোকটি ঘটনাস্থলে মারা যান। তাৎক্ষণিক লোকটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে লোকটি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়টি ব্যবস্থা গ্রহনের জন্য চকরিয়া থানা পুলিশের পাশাপাশি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছেন রেলের এই কর্মকর্তা।

বার্তাবাজার/এস এইচ