ফরিদপুরের আলফাডাঙ্গায় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে ঐক্যের ডাক দিয়েছেন ক্বওমী উলামা পরিষদ। বুধবার (২১ জুন) দুপুরে পৌরসভার মিঠাপুর দারুস সুন্নাহ মাদ্রাসায় উপজেলা ক্বওমী উলামা পরিষদের আয়োজনে উলামাদের ইছলাহী মজলিসে এ ঐক্যের আহবান করা হয়।

এতে উপজেলা ক্বওমী উলামা পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা আহ্সানুলাহ্’র সঞ্চালনায় এ ঐক্যের আহ্বান করেন, উপজেলা ক্বওমী উলামা পরিষদের উপদেষ্টা মো. তামিম আহমেদ।

তামিম আহমেদ বলেন, শান্তির ধর্ম ইসলামের বিশ্বব্যাপী প্রসার, বিশ্বশান্তি নিশ্চিত করা ও অপশক্তিকে প্রতিহত করার জন্য তাওহিদ তথা একত্ববাদে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হওয়া ইমানের দাবি। পবিত্র কোরআন ও হাদিসে ইমানের পরে মোমিনদের সবচেয়ে বেশি তাগিদ দেওয়া হয়েছে ঐক্যবদ্ধ থাকার। তাই উলামাগণ, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে।

মজলিসে গুরুত্বপূর্ণ নছিহত পেশ করেন, বাহিরদিয়া মাদ্রাসার মুহতামিম আকরাম আলী, চর কমলাপুর মাদ্রাসার মুহতামিম হেলাল উদ্দিন ও খাবাসপুর মাদ্রাসার মুহতামিম মুফতি কামরুজ্জামান। মজলিসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র ও মিঠাপুর দারুস সুন্নাহ মাদ্রাসার সভাপতি মো. আলী আকসাদ ঝন্টু।

মজলিসে উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ক্বওমী মাদ্রাসা ও মসজিদের ইমামগণ অংশ নিয়ে বক্তব্য দেন।

এসময় বক্তারা বলেন, দেশে জীবনযাত্রার মান বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে দ্রব্যমূল্যের দামও। মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়লেও মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা বাড়ছে না। বেতনের পরিমাণও একেবারে নগণ্য। বর্তমানে জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে সব মসজিদ কমিটি ইমাম-মুয়াজ্জিনদের যৌক্তিক বেতন-ভাতা দেয়ার প্রত্যাশা করেন।

বার্তা বাজার/জে আই