“ সহকারী শিক্ষকদের ১০ম ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড আমাদের দাবী নয়, আমাদের অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মানববন্ধন করেছে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংঘঠন সমন্বয় পরিষদ হাতিয়া শাখা।

বুধবার (২ অক্টোবর ) বিকাল ৫টায় হাতিয়া উপজেলায় ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের দাবীতে শিক্ষকদের একটি র‌্যালি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙণে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
প্রধান উপদেষ্টার সদয় দৃষ্টি আকর্ষণে মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন প্লাকার্ড় ও ব্যানার ফেস্টুন নিয়ে শত শত শিক্ষক অংশগ্রহণ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আবুল কালাম, শিক্ষক মাজেদ উদ্দিন আহমেদ, নুরনবী শাহীন, মাফুজুল ইসলাম কাইয়ুম, মাহবুবুর রহমান, এ এম কে বুলবুল, নুরল ইসলাম মানসুর, এরশাদ উদ্দিন প্রমুখ

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের শিক্ষকরা বছরের পর বছর শোষিত ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। শিক্ষকদের একটাই দাবী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন করতে হবে। তারা আরও বলেন, দেশে পুলিশের উপসহকারী কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তারাও ১০ম গ্রেড পান। বৈষম্য শুধু প্রাথমিক সহকারী শিক্ষকদের ক্ষেত্রে। শিক্ষকদের এ দাবী না পূরণ হলে আরো কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।

বার্তাবাজার/এস এইচ