বকেয়া বেতন ভাতাদির দাবীতে বার্ডস গ্রুপের বিক্ষুব্ধ শ্রমিকরা গত ৪৮ ঘন্টা ধরে অবরুদ্ধ করে রেখেছে নবীনগর-চন্দ্রা মহাসড়ক। বুধবার (২ অক্টোবর) সরেজমিন আশুলিয়ার বাইপাইল এলাকায় গিয়ে যথারীতি মহাসড়কে শ্রমিকদের অবস্থান দেখা যায়।
বুধবার সকাল ৮ ঘটিকায় আন্দোলনরত শ্রমিকরা ইপিজেড এ কর্মরত শ্রমিকদেরকে তাদের কর্মস্থলে যেতে বাঁধা প্রদান করে। পরবর্তীতে সেনাবাহিনীর টহল দল ঘঠনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে কর্মস্থলে যেতে সহায়তা করে। মহাসড়ক অবরুদ্ধ থাকলেও যানচলাচল বন্ধ ছাড়া বর্তমানে অন্যান্য পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনীর টহল অব্যাহত দেখা গেছে। প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকাল ৯টা ১৫ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন বুড়ীর বাজার এলাকায় অবস্হিত বার্ডস গ্রুপের আর এন আর ফ্যাশনস লিঃ, বার্ডস গার্মেন্টস লিঃ, বার্ডস ফেডরেক্স লিঃ ও বার্ডস এ এন্ড জেড লিঃ এর ৭ থেজে ৮ শত শ্রমিক তাদের পাওনাদির দাবিতে নবীনগর – চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় অবস্হান গ্রহণ করে। ফলে উক্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শ্রমিকরা গত দুই রাত রাস্তায় অবস্হান করে অর্থাৎ তারা গত ৪৮ ঘন্টা যাবত আন্দোলনরত আছে।
প্রসঙ্গত আরও উল্লেখ্য, গত ২৮ আগষ্ট ২০২৪ তারিখ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১২(৮) ধারা মোতাবেক উপরে উল্লেখিত ৪টি ফ্যাক্টরি লে – অফ ঘোষনা করে এবং শ্রমিকদের পাওনাদি ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে পরিশোধের সিদ্ধান্ত হয়। কিন্তু মালিক পক্ষ শ্রমিকদের সাথে কথা না বলেই এককভাবে বেতন পরিশোধের সময়সীমা আরও ৩ মাস বৃদ্ধি করার প্রতিবাদে শ্রমিকরা রাস্তায় অবস্থান শুরু করে। বর্তমানে আনুমানিক তিন থেকে চারশত শ্রমিক রাস্তায় অবস্থান করছে।
বার্তাবাজার/এস এইচ