‘শিক্ষক অভিভাবকের সম্মিলিত শক্তি শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী হাতিয়ার চরকৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ের হলরুমে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো: আ: জব্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো: আকবর হোসেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার এবিএম নুরেজ্জামান। সহকারি উপজেলা শিক্ষা অফিসার ও এসএমসি সভাপতি মো: আকবর হোসাইন এর সভাপতিত্বে অন্নান্যদের মাঝে উপাস্থিত ছিলেন, ফজলুল আজিম মহিলা কলেজের প্রভাষক শাহাদাত হোসেন, মেহরাজ হোসেন মামুন, আকবরিয়া মাদ্রাসার বিপিএড শিক্ষক রিয়াজ উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা হক জলি সহ অন্যান্য শিক্ষক ও অভিবাবকবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বিদ্যালয়ে শিক্ষক অভিভাবক সহ সকলের সম্মিলিত প্রষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব। ছাত্রছাত্রীদের মেধা বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও বেশী সচেতন হতে হবে।
বার্তাবাজার/এস এইচ