গতকাল সোমবার আশুলিয়ার জিরাবো এলাকায় শ্রমিক হত্যার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় মূল ফটকের সামনে এই অবরোধ কর্মসূচি চলে।
এসময় পৌনে এক ঘন্টা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকে। ফলে শত শত যাত্রীদের অনেক ভোগান্তিতে পড়তে হয়। মহাসড়ক অবরোধ করে জাবি শিক্ষার্থীরা ‘পোশাক শ্রমিক রাস্তায় মরে কেন?, ‘রাস্তায় শ্রমিক মরে ইউনুস কী করে?, ছাত্র-শ্রমিক জনতা গড়ে তোল একতা’, সেনাবাহিনী খুনী’, ‘বিচার বহির্ভূত রাষ্ট্রীয় হত্যাকান্ড বন্ধ কর’, ‘গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে শ্রমিক খুন হবে কেন?’ ইত্যকার প্ল্যাকার্ড নিয়ে স্লোগানে মুখরিত করে রাখেন।
এসময় শিক্ষার্থীরা অবিলম্বে শ্রমিক হত্যার বিচার চেয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা বলেন, হাজার হাজার মানুষের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। ৫ আগস্টের বিজয়ে অসংখ্য শ্রমিকদের অবদান রয়েছে। এই আশুলিয়ায় মিছিলের অগ্রভাগে অনেক শ্রমিক ছিল, তারাও অনেকে নিহত হয়েছেন। এখন তাদেরকে গুলি করে মারা হচ্ছে তাদের ন্যায্য পাওনা দাবি-দাওয়ার কারণে। এজন্য ড. ইউনুসকে জবাব দিতে হবে। শিক্ষার্থীরা এসময় হুঁশিয়ারি উচ্চারণ করেন, স্বৈরাচারী হাসিনাকে গণ আন্দোলনের মাধ্যমে আমরা পতন করিয়েছি। এখন আমাদের শ্রমিক ভাইদের ন্যায্য দাবির সাথে আমরা একাত্মতা প্রকাশ করে তাদের পাশে দাঁড়িয়েছি। প্রয়োজনে আবারও আমরা আন্দোলন গড়ে তুলবো।
বার্তাবাজার/এস এইচ