পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় পাট চাষীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২১ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় তালিকাভুক্ত পাট চাষিদের মাঝে বিনামূল্যে এই রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ লুৎফুল আমিন, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজওয়ান ইসলাম, বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু ও সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন প্রমুখ।
আলফাডাঙ্গা উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজওয়ান ইসলাম জানান, ‘আলফাডাঙ্গা উপজেলার তালিকাভুক্ত ২ হাজার ৫৮৫ জন পাট চাষীদের মাঝে রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রত্যেক পাট চাষিদের মাঝে ইউরিয়া সার ৫ কেজি, টিএসপি ২ কেজি ও এমওপি ২.৫ কেজি করে বিতরণ করা হয়’
বার্তাবাজার/রাহা