বকেয়া বেতন ভাতাদির দাবীতে বার্ডস গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্মরণকালের ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার থেকে শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া বাইপাইল এলাকায় অবস্থান করলে এই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

উল্লেখ্য, গতকাল (৩০ সেপ্টেম্বর) সকালে আশুলিয়া থানাধীন বুড়ীর বাজার এলাকায় অবস্হিত বার্ডস গ্রুপের আর এন আর ফ্যাশনস লিঃ, বার্ডস গার্মেন্টস লিঃ, বার্ডস ফেডরেক্স লিঃ ও বার্ডস এ এন্ড জেড লিঃ এর অসংখ্য শ্রমিক পাওনাদির দাবিতে অবস্হান গ্রহণ করলে উক্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।আন্দোলনরত শ্রমিকরা সারারাত রাস্তায় অবস্হান করে যা এখনো চলমান রয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সরেজমিন দেখা যায়, শ্রমিকদের লাগাতার সড়কে অবস্থানের ফলে সাভারের পাকিজা এলাকা থেকে যানজট আশুলিয়ার নবীনগর হয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে। ফলে জনজীবনে দুর্বিষহ অবস্থা নেমে আসে। অনেক যাত্রী সাভারের পাকিজা এলাকা থেকে পায়ে হেটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশমাইল বাসস্ট্যান্ড পর্যন্ত আসেন। নারী, শিশু এবং বৃদ্ধ বাসযাত্রীদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

এই দীর্ঘ যানজটের কারণে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা করেও মহাসড়কে অবস্থান নিতে পারছে না; কারণ সড়কের প্রতিটি লেইনেই যানবাহন জায়গা দখল করে আছে। তবে কারখানার মালিকপক্ষের সাথে শ্রমিকদের পাওনা বেতন-ভাতাদি পরিশোধের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী আলোচনা চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢিমেতালে যানবাহন চলতে দেখা গেছে। উল্লেখ্য, গত ২৮ আগষ্ট ২০২৪ তারিখ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১২(৮) ধারা মোতাবেক বার্ডস গ্রুপের উল্লেখিত ফ্যাক্টরি ৪টি লে-অফ ঘোষনা করে এবং শ্রমিকদের পাওনাদি ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে পরিশোধের সিদ্ধান্ত হয়। কিন্তু মালিক পক্ষ আরও ৩ মাস সময়সীমা বৃদ্ধি করায় এর প্রতিবাদে শ্রমিকরা গতকাল থেকে রাস্তায় অবস্থান করছে।

বার্তাবাজার/এস এইচ